Unknown Unknown Author
Title:
Author: Unknown
Rating 5 of 5 Des:
সূরাঃ আল-ফাতিহা | Al-Fatiha |سورة الفاتحة                                   ( সুরা নম্বরঃ ১ |  সর্বমোট আয়াতঃ ৭ টি । সূরার ধরনঃ মা...


সূরাঃ আল-ফাতিহা | Al-Fatiha |سورة الفاتحة

                                  ( সুরা নম্বরঃ ১ |  সর্বমোট আয়াতঃ ৭ টি । সূরার ধরনঃ মাক্কী )

১.পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে ( শুরু করছি  )।
২.সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।
৩.যিনি পরম করুণাময়, অতি দয়ালূ।
৪.বিচার দিবসের মালিক।
৫.আমরা আপনারই ইবাদাত করছি এবং আপনারই নিকট সাহায্য চাচ্ছি।
৬.আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন ও তার প্রতি অটুট থাকার তাওফীক দান করুন।
৭.তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। যাদেরকে নিয়ামত দিয়েছেন।যাদের উপর (আপনার) ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।
আমিন ।

About Author

Advertisement

Post a Comment

 
Top